তারা চার বন্ধু ৷
ছোট থেকে একই সাথে পড়াশোনা করেছে ৷
এবছরের শুরুতে তারা একসাথে হজ্বে আসার ইচ্ছা করে ৷
চার বন্ধু মিলে হজ্বে আসার পর মিনায় পদদলিত হয়ে মারা যায় তিন বন্ধু ৷ পানি কিনতে গিয়ে বেচে যায় সএকজন ৷
মিনায় দূর্ঘটনাস্থলে ইবরাহীম সা'দী তার বন্ধুদের মৃত দেহের সামনে দাড়িয়ে ভয়াবহ সেই মুহূর্তটির কথা জানায়, "আল-আরব রোড দিয়ে আমরা পাথর নিক্ষেপ করতে যাচ্ছিলাম ৷ তখন তারা আমাকে পানি কিনে এনে সামনে তাদের সাথে মিলিত হতে বলে ৷ পানি কিনে যখন রাস্তায় আসি, তখন আমি প্রচন্ড এক ভীড়ের পিছে ছিলাম ৷ প্রচন্ড ভীড়ের কারণে আস্তে আস্তে অগ্রসর হচ্ছিলাম ৷ কিছুক্ষণ পর যখন রাস্তায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন একদল হাজীর সাথে আমি দ্রুত পিছনের দিকে সরে আসি ৷ তখন হাজীদের চিৎকার এবং মহিলাদের আর্তনাদ ভেসে আসছিল ৷ এবং যা হওয়ার তাই হল......"
সূত্রঃ আল-বায়ান নিউজ