ফাছাহাত ও বালাগাত

فصاحة এর শাব্দিক অর্থ, সুস্পষ্টটা ও সুপ্রকাশ।
পরিভাষায় فصاحة কালিমা, কালাম ও মুতাকাল্লিম এর বিশেষণ রূপে ব্যবহৃত হয়।كلمة فصيحة، كلام فصيح، متكلم فصيح
কোন কালিমা ফাছীহ হওয়ার অর্থ হল, তা تنافر الحروف، مخالفة القياس ও غرابة থেকে মুক্ত হওয়া
v  تنافر الحروف অর্থ, কোন  শব্দের এমন অবস্থা, যা শ্রতিকটুতা ও উচ্চারণকঠিনতা সৃষ্টি করে। যেমনঃ بعاق
v  مخالفة القياس অর্থ, কোন শব্দ ছারফের নিয়মবহির্ভূত হওয়া। যেমনঃ إن بني للئام زهدة + ما لي في صدورهم موددة
v  غرابة অর্থ, কোন শব্দ অপরিচিত হওয়া এবং তার ব্যবহার বিরল হওয়া। যেমনঃ اجتمعএর সমার্থক تكأكأ শব্দটি।
সুতরাং, كلمة فصيحة হল, যে কালিমা تنافر الحروف থেকে মুক্ত হবে, ছারফের নিয়মানুযায়ী হবে এবং শব্দটির অর্থ সুস্পষ্ট ও বোধগম্য হবে।
كلام فصيح
কোন কালাম ফাছীহ হওয়ার অর্থ হল, তা تنافر الكلمات، ضعف التأليف، تعقيد لفظيتعقيد معنوي  থেকে মুক্ত হবে। এবং কালামের প্রতিটি কালিমা ফাছীহ হবে।
v  تنافر الكلمات অর্থ, বাক্যস্থ প্রতিটি কালিমার আলাদা উচ্চারণ সহজ ও শ্রুতিমধুর হওয়া সত্ত্বেও সেগুলোর একত্র উচ্চারণ কঠিন ও শ্রুতিকটু হওয়া। যেমনঃ و قبر حرب بمكان قفر + و ليس قرب قبر حرب قبر
v  ضعف التاليف অর্থ, নাহু বা ব্যাকরণের সুপ্রচলিত নিয়ম থেকে বাক্যের বিচ্যুতি ঘটা। যেমনঃ جزي بنوه أبا الغيلان عن كبر + و حسن فعل كما يجزى سنمار
v  تعقيدلفظي অর্থ, বিন্যাসগত বিশৃঙ্খলার কারণে বাক্যের উদ্দিষ্ট অর্থ অস্পষ্ট ও দুর্বোদ্ধ হয়ে যাওয়া। যেমনঃ جفخت و هم لا يجفخون به ابهم + شيم على الحسب الأغر دلائل
v  تعقيدمعنوي অর্থ, কোন ভাব প্রকাশের জন্য অপ্রচলিতمجاز(রূপকার্থ) এবং অপ্রচলিতكناية(ইংগিতার্থ) ব্যবহার করা, যার ফলে উদ্দিষ্ট অর্থ বোঝা কষ্টকর হয়ে পড়ে। যেমনঃ لسان কে গুপ্তচর অর্থে ব্যবহার করা।
فصاحة المتكلم অর্থ, যেকোন বিষয়ে كلام فصيح দ্বারা উদ্দিষ্ট ভাব ও মর্ম প্রকাশ করার যোগ্যতা। এ যোগ্যতা যার মাঝে রয়েছে তাকেفصيح   বলে।

بلاغة
بلاغةএর আভিধানিক অর্থ হল, পৌঁছা, উপনীত হওয়া।
পরিভাষায় بلاغة শব্দটি كلاممتكلمএর صفةবা বিশেষণরুপে ব্যবহৃত হয়।
بلاغة الكلام অর্থ, স্থান-কাল-পাত্রের চাহিদা অনুযায়ী ফাসীহ কালাম দ্বারা মনের ভাব প্রকাশ করা।

হাল  মানে, এমন অবস্থাকে যা মানুষকে একটি বিশেষ রূপে কথা বলতে উদ্বুদ্ধ করে। আর কথা বলার সেই বিশেষ রূপটিকে বলেمقتضى الحال  (বা স্থান-কাল-পাত্রের চাহিদা)
Previous Post Next Post