মুসলিম ভাই-বোনদের জন্য কিছু প্রয়োজনীয় লিংক


ইন্টারনেট এসে আমাদের জীবনযাত্রার অনেকাংশ যেমন সহজ করেছে তেমনি সামাজিকভাবে অনেক ক্ষতি করেছে  এবং করে যাচ্ছে। ইন্টারনেটের সঠিক ব্যবহার যেমন আমাদের অনেক উপকৃত করছে তেমনি এর ক্ষতিকর দিকগুলো আমাদের সমাজে ধীরে ধীরে পচন ধরাচ্ছে। কিশোর থেকে নিয়ে বৃদ্ধ, সবাই ইন্টারনেটের ক্ষতির স্বীকার। এমনকি বাদ যায়নি কচি শিশুরাও।
ইন্টারনেটের অবাধ ব্যবহার অনেকের জীবন শেষ করে দিচ্ছে। অপরাধের মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে।

মাওলানা আবু তাহের মিছবাহ হাফিজাহুল্লহ বলেন, 
"যতই আমরা আত্মপ্রতারণার আশ্রয় গ্রহণ করি, নির্মম বাস্তবতা এই যে, স্মার্টফোন, ইন্টারনেট, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন এক্টিভিটিজ হচ্ছে বোতল থেকে বের হওয়া সেই দৈত্য যাকে বোতলে ফিরিয়ে আনা আর সম্ভব নয়; সবকিছু ধ্বংস করে, সবকিছু সারখার করে তারপরই হয়ত ক্ষান্ত হবে এ দৈত্য। কিংবা এটা হচ্ছে বিপথগামী প্রতিভা ফ্রাঙ্কস্টাইনের সেই অপসৃষ্টি যা নিজের ‘স্রষ্টা’কেই সংহার করতে উদ্যত! অসহায়ভাবে নিজেদের কর্মফল প্রত্যক্ষ করা ছাড়া সম্ভবত এখন আমাদের কোন উপায়ও নেই; শুধু এই যে, বিশ্বজাহানের স্রষ্টা, মানবজাতির স্রষ্টা রাব্বুল আলামীন যদি মানবজাতির রক্ষার কোন উপায় করে দেন। হতাশার চোরাবালিতে আটকে গিয়ে এখন আমরা সর্বান্তকরণে কামনা করি, মহান করুণাময় তাই যেন করেন!"

বর্তমানে এই ধ্বংস থেকে বাচতে হলে আমাদের উচিত ইন্টারনেটের ব্যবহার শুধু প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা। অনলাইনে ব্যয় করা সময় যেন অনর্থক না হয় এজন্য খুব সতর্ক থাকতে হবে।

তবুও যারা সারাদিন অথবা অধিকাংশ সময় সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করে কাটান তাদের জন্য নিম্নে কিছু উপকারী ফেসবুক আইড, পেজ এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক শেয়ার করছি। যাতে ইন্টারনেট থেকে ইসলাম ও বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু জানা হয়, কিছু শেখা হয়। আল্লাহ্‌ তাআলা আমাদের ইন্টারনেটের ক্ষতি থেকে হেফাজত করুন। আমীন।

আমাদের দেশে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তাই প্রথমে কিছু ফেসবুক আইডি ও পেজ শেয়ার করা হল। 

যেসব আইডি ও পেজ উল্লেখ করা হচ্ছে তারা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় অথবা ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। তাদের লেখাগুলো নিয়মিত পড়লে অনেক উপকৃত হওয়া যাবে ইনশাআল্লাহ। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো করতে পারেন।
লেখাগুলো নিয়মিত পাওয়ার জন্য ফলো সেকশন থেকে  See First চালু করে নিবেন।







  1. Ahmad Ullah
  2. Ainul Haque Qasimi
  3. Asif Adnan 
  4. মুহাম্মাদ মামুনুল হক
  5. M. Rezaul Karim Bhuyan
  6. Mahbubul Hasan Arife
  7. কলামিস্ট হুজুর
  8. Mohammad Javed Kaisar
  9. Shamsul Arefin Shakti
  10. Muhammad Mushfiqur Rahman Minar
 কিছু ফেসবুক পেজ।
  1.  Daily Ayah
  2. Tasbeeh
  3. ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস
  4. DOAM - Documenting Oppression Against Muslims - Bangla 
  5.  Think Twice
  6. Dawah
  7. পর্নোগ্রাফিঃ মানবতার জন্য হুমকি
  8. হুজুর হয়ে
  9. ভাবিয়ে তোলে
  10. নবীজি
  11. Raiyan Media
  12. Saheeh Amal 
  13. The Muslim Glass 
  14. The Greatest Nation
  15. Fight Against Dehumanization 
  16. The Path of Righteousness
  17. Bayan
  18. OHEE - ওহী
  19. Baseera
  20. Bujhtesina Bishoyta
  21. বেক্রুন.কম
  22. প্রতিদিনের নামায ও রোযার সময়সূচী
  কিছু ফেসবুক গ্রুপ।
  1. Naseehah (দ্বীনি পরামর্শ)
  2. Naseehah (মাসয়ালা-মাসায়েল)
  3. Mukto Batasher Khoje (মুক্ত বাতাসের খোঁজে)
  4. দৈনন্দিন জিজ্ঞাসাঃ শরয়ী সমাধান 
  5. খিলাফাহ রাশিদাহ
  6. ইসলামী বই
  7. পাঠাভ্যাস (Book Review & Discussion)
  8. রুকইয়াহ সাপোর্ট গ্রুপ
  9. পাশ্চাত্যবাদ Occidentalism
  10. প্রাচ্যবাদ [Orientalism-الاستشراق] 
  11. Epics of Glory - গৌরবের মহাকাব্য
  12. Mawaddah (পারিবারিক বন্ধন) 

ইউটিউব চ্যানেল

কুরআন তিলাওয়াত
  1.  মক্কা মদীনার তিলাওয়াতঃ (a) Haramain Gallery  (b) Tasjeelat Haramain
ওয়াজ-নসীহত
  1.  আহলেহক মিডিয়া
  2.  Qawmi TV
  3. Madani TV
হামদ-নাত
  1. কলরব
  2. Al Afasy
  3. Ahmed Bukhatir
  4. Merciful Servant
  5. Toyor Al Jannah TV
 


অনলাইনে সংবাদ
  1. নয়া দিগন্ত
  2. প্রথম আলো
  3. ইনকিলাব 
 আরো কিছু ওয়েবসাইট
  1. গজল, ওয়াজ, কিতাবাদি ডাউনলোড
  2. বিভিন্ন ক্বারীর কুরআন তিলাওয়াত - (a) quranicaudio.com  (b) mp3quran.net
Previous Post Next Post