Zekr (যিকর) সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করুন খুব সহজেই


পিসিতে কুরআন কারীমের সফটওয়্যার হিসেবে যিকর অনন্য। এটাতে অনেক সুবিধা আছে যা অন্য সফটওয়্যারে পাবেন না।

যেভাবে ইন্সটল করবেন।

  • প্রথমে এই লিংকে গিয়ে উইন্ডোজ ব্যবহারকারীরা ছবিতে দেখানো ভার্সনটি ডাউনলোড করে আনজিপ করে সফটওয়্যারটি ওপেন করুন (পোর্টেবল ভার্সনে জাভা দেওয়াই আছে। তাই আলাদাভাবে জাভা নিয়ে সমস্যায় পড়তে হবে না। সাধারণ ভার্সনে জাভা ইন্সটল করার পর সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।)।
  • তারপর এই লিংকে গিয়ে ফাইল ফরম্যাট Zekr Pack সিলেক্ট করে কাঙ্ক্ষিত অনুবাদ/তাফসির ডাউনলোড করুন।

  • এই লিংক থেকে পছন্দ অনুযায়ী ক্বারীর তিলাওয়াত ডাউনলোড করুন।
  • এবার অনুবাদ/তাফসির ও তিলাওয়াত এড করার জন্য সফটওয়্যারের মেনুবার থেকে Tools এ ক্লিক করুন। Add থেকে Translation (অনুবাদ) ও Recitation (তিলাওয়াত) এড করে নিন (ফাইলগুলো সিলেক্ট করলেই হবে। Extract করার প্রয়োজন নেই।)।

  • তারপর মেনুবারে View>Translation থেকে কাঙ্ক্ষিত অনুবাদ/তাফসির সিলেক্ট করুন। এবং Audio>Recitation থেকে ডাউনলোড করা তিলাওয়াত (অফলাইন) সিলেক্ট করুন।


এবার মনের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে থাকুন।
Previous Post Next Post