শী'আদের ভ্রান্তি


শী'আদের আকীদা সম্পর্কে ইমাম আবূ হানীফা রহঃ এর উস্তাদ ইমাম শা'বী রহঃ বলেন,

ইহুদীদেরকে যদি জিজ্ঞাসা হয়, তোমাদের জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা ছিলেন?
তাহলে তারা তৎক্ষনাত বলবে, হযরত মূসা আঃ এর সাথীগণ ৷

যদি খৃষ্টানদেরকে বলা হয়, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা?
তাহলে তারা বলবে, ঈসা আঃ এর সাথীগণ ৷

কিন্তু যদি শী'আদেরকে বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা?
তাহলে তারা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ছাহাবাগণ ৷ (নাউযুবিল্লাহ্)
Previous Post Next Post