পুরুষ ও নারীর মাহরাম যারা

ইসলাম সবার জন্য পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে রয়েছে সকল বিষয়ে দিকনির্দেশনা। একজন পুরুষ যাকে ইচ্ছা তাকে বিবাহ করতে পারবে না। এমনকি একজন নারীর বেলায়ও এই বিধান রয়েছে।
পুরুষ ও নারীরা পরস্পর যাদেরকে চিরজীবনের জন্য বিবাহ করতে পারবে না তাদেরকে মাহরাম বলা হয়। এদের কথা আল্লাহ তা'আলা কুরআন কারীমে উল্লেখ করেছেন।
পুরুষের জন্য মাহরাম মোট ১৪ জন নারী।
মায়ের মত ৫ জন
১। নিজের মা
২। দুধ মা
৩। খালা
৪। ফুফু
৫। শাশুড়ী
বোনের মত ৫ জন
১। আপন বোন
২। দুধ বোন
৩। দাদী
৪। নানী
৫। নাতনী
মেয়ের মত ৪ জন
১। নিজের মেয়ে
২। ভাইয়ের মেয়ে
৩। বোনের মেয়ে
৪। পুত্রবধু
এমনিভাবে একজন নারীর জন্যেও ১৪
জন পুরুষ মাহিরাম।
বাবার মত ৫ জন
১। নিজের বাবা
২। দুধ বাবা
৩। চাচা
৪। মামা
৫। শশুর
ভাইয়ের মত ৫ জন
১। আপন ভাই
২। দুধ ভাই
৩। দাদা ভাই
৪। নানা ভাই
৫। নাতী
ছেলের মত ৪জন
১। নিজের ছেলে
২। ভাইয়ের ছেলে
৩। বোনের ছেলে
৪। মেয়ের জামাতা
Previous Post Next Post